Sangee - Hok Na Se Abhinoy Lyrics

Song: Hok Na Se Abhinoy 

Movie: Sangee

Singer: Kavita Krishnamurthy

Music: SP Venkatesh

Lyrics: Gautam Susmit


Hok Na Se Abhinoy Lyrics


হোক না সে অভিনয়

তবু যদি একবার

ভুল করে ছলনায়

ভরে দিতে মন আমার

তবু কিছু শান্তনা পাওয়া যেতো

আলেয়ার আলো দেখা যেতো

আলেয়ার আলো দেখা যেতো


হোক না সে অভিনয়

তবু যদি একবার

ভুল করে ছলনায়

ভরে দিতে মন আমার


কিছুই পেলাম না

তবু সব হারালাম

তবে এই পরিচয় কেন হয়েছিল


দু চোখের কাজলে

ঘটা করে স্বপ্নে 

মেলাকে নিমন্ত্রণ কে করেছিলো

হাত ছানি দিয়ে ডেকে

কেন চলে গেলে

কোন জনমের তুমি প্রতিশোধ নিলে

তা আমি আজও কেন

বুঝিনা... বুঝিনা... বুঝিনা...


জীবন ছিলো সরল সাদা

কেন হলো জটিল ধাঁধা

ধুরু মুরু ধূসর ঢাকা

আঁধার নামে লাগে একা...


Post a Comment

0 Comments