Shakti - O Manashi Tomar Jannay Sapna Akechi Lyrics

Song: O Manashi Tomar Jannay Sapna Akechi

Movie: Shakti

Music: Chakri


O Manashi Tomar Jannay Sapna Akechi Lyrics


ও মানসী তোমার জন্য চোখে

স্বপ্ন এঁকেছি

কালিদাস হয়ে প্রেমের

কবিতা লিখেছি


ও মানসী তোমার জন্য আমি

পাগল হয়েছি

দেবদাস হয়ে প্রেমের

নেশায় মরেছি


কাজে মন বসে না

রাতে ঘুম আসে না


কাজে মন বসে না

রাতে ঘুম আসে না


তোমাকে যে সত্যি সত্যি

ভালোবেসেছি


ও মানসী তোমার জন্য চোখে

স্বপ্ন এঁকেছি

কালিদাস হয়ে প্রেমের

কবিতা লিখেছি


কাজে মন বসে না

রাতে ঘুম আসে না


কাজে মন বসে না

রাতে ঘুম আসে না


তোমাকে যে সত্যি সত্যি

ভালোবেসেছি


ও মানসী তোমার জন্য চোখে

স্বপ্ন এঁকেছি

কালিদাস হয়ে প্রেমের

কবিতা লিখেছি


নেশা নেশা দুটি চোখে

ইশারাতে বলে কথা

সেই কথা কিছু বুঝি

কিছু আমি বুঝিনা


যখনিই সূর্য ওঠে

যখনিই জাগে তাঁরা

আমি শুধু তুমি ছাড়া

কাউকে যে খুঁজিনা

এ সবই তোমারি মায়া

এ মনে তোমারি ছায়া


ভালোবাসি, ভালোবাসি

তাই স্বপ্নে তোমার কাছে আসি

মানসী, ও মানসী, ও মানসী


ও মানসী তোমার জন্য চোখে

স্বপ্ন এঁকেছি

কালিদাস হয়ে প্রেমের

কবিতা লিখেছি


ও মানসী তোমার জন্য আমি

পাগল হয়েছি

দেবদাস হয়ে প্রেমের

নেশায় মরেছি


রূপসী অনেক আছে

প্রেয়সী হবার মতো

জানি যে তোমার মতো

সাথী কেউ হবে না


এ মনের ভালোবাসা

শুধু যে তোমায় জানে

আমার এ জীবন গানে

সুর কি মেলাবেনা


সুর মেলাও আমারি সুরে

আর থেকো না দূরে সরে

কাছে এসে ভালোবেসে

বলো তোমায় আমি ভালোবাসি

মানসী, ও মানসী, ও মানসী


ও মানসী তোমার জন্য চোখে

স্বপ্ন এঁকেছি

কালিদাস হয়ে প্রেমের

কবিতা লিখেছি


ও মানসী তোমার জন্য আমি

পাগল হয়েছি

দেবদাস হয়ে প্রেমের

নেশায় মরেছি


Post a Comment

0 Comments