Khoka 420 - O Bondhu Amar Lyrics

Song - O Bondhu Amar
Movie - Khoka 420
Singer - Shaan & Mahalaxmi Iyer
Composer - Srijit
Lyrics - Gautam Sushmit


O Bondhu Amar Lyrics



খোকা এলো মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে
ছিপ নিয়ে যাবে কোলা ব্যাং এ
মাছ নিয়ে যাবে চিলে

খোকা এলো মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে
ছিপ নিয়ে যাবে কোলা ব্যাং এ
মাছ নিয়ে যাবে চিলে

ও বন্ধু আমার
ও বন্ধু আমার
দেখো না দু চোখ মেলে
স্বপ্নেরা কথা বলে
শোনো বন্ধু আমার

হেয় মেয় পরদেশী
ছদ্দবেশী ফিরভি মেয়
দিলকা রাজা
যা বলি তাই করে দেখাই
শহুরে মহারাজা

হেয় মেয় পরদেশী
ছদ্দবেশী ফিরভি মেয়
দিলকা রাজা
যা বলি তাই করে দেখাই
শহুরে মহারাজা

খোকা এলো খুকির দল
পড়বে টোপর সাজবে বর
শাখ বাজা উলুধনি দে

খোকা এলো খুকির দল
পড়বে টোপর সাজবে বর
শাখ বাজা উলুধনি দে

দেখো রোদ্দুরে শেষ করে খেলা
এলো কখন যে গোধূলিবেলা
কত গরুরগাড়ি মিছিল করে
ছোট পিদিম জেলে ঘরে ফেরে

আহা, যাক না সময় এখন থেমে
আজ, আমার এই বন্ধুরই নামে
ও বন্ধু আমার

হেয় হুয়া কামাল
আজ বেমিসাল
বহত খুশ হুয়া রাজা
তাই বলি আজ
করবে যে রাজ
এই গাঁয়ে মহারাজা

হুয়া কামাল
আজ বেমিসাল
বহত খুশ হুয়া রাজা

খোকা এলো খুকির দল
পড়বে টোপর সাজবে বর
শাখ বাজা উলুধনি দে

খোকা এলো খুকির দল
পড়বে টোপর সাজবে বর
শাখ বাজা উলুধনি দে


Post a Comment

0 Comments