Song - Jay Govinda Jay Gopala
Movie - Khoka 420
Singer - Abhijeet, Mahalaxmi Iyer
Composer - Rishi Chanda
Lyrics - Priyo Chattopadhyay
Jay Govinda Jay Gopala Lyrics
গোবিন্দা জয় জয়, গোপাল জয় জয়
রাধা রমন হরি, গোবিন্দা জয় জয়
গোবিন্দা জয় জয়, গোপাল জয় জয়
রাধা রমন হরি, গোবিন্দা জয় জয়
ক্রেজি... ক্রেজি...
বাজারে বাজা, বাজা খোল বাজা, মেতেছে আজ বৃন্দাবন
এলো রে এলো, কৃষ্ণ এলো, জিতেছে সবারই মন
ছড়ালো প্রেম সে এই প্রানে, জীবনে
বল রে বল হরি বল
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
গোবিন্দা জয় জয়, গোপাল জয় জয়
রাধা রমন হরি, গোবিন্দা জয় জয়
গোবিন্দা জয় জয়, গোপাল জয় জয়
রাধা রমন হরি, গোবিন্দা জয় জয়
মন দোলা দেয় রে, প্রেম যমুনার ঢেউ তে
এলো রে জীবনে খুশির জোয়ার
গানে গানে গায় রে, নাচে দুটি ভাই রে
সেজেছে সেই সুখে ঘরে দোয়ার
ফেরালো শান্তি সে সবারই মনে
বল রে বল হরি বল
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
রাধা রাধা ডাকে, যেই শানেরই বাঁশি
ঘরে কি থাকে হায় রাধারী মন
ভালোবাসা শুধুই নয় সুখেরই হাঁসি
সে ব্যাথা জানে রে মিরা এর কজন
বোঝেড়ে কৃষ্ণ সেই প্রেনেরই মানে
বল রে বল হরি বল
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
জয় গোবিন্দা, জয় গোপালা
গোবিন্দা জয় জয়
0 Comments