Rangbaaz - Love You Soniyo Lyrics

Song: Love You Soniyo

Movie: Rangbaaz

Singers: Zubeen Garg & Monali Thakur

Music: Jeet Gannguli

Lyrics: Prasen


Love You Soniyo Lyrics



লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও

তুই এলি একি ঝড় তুলে 
মনে মনে নিজেকেই ভুলে গেছি প্রায়
তোর হাঁসি যেন লেগে থাকে 
আঁকে বাঁকে একি রোগে ধরেছে আমায়

লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও

তোকে ইশারায়.. করে নিশানা
দেবো আমি তোর রাত ঘুম উড়িয়ে..
তোকে বলা দায়.. তবু বলে যাই
নেবো তোর দেয়া আজ হাত পুড়িয়ে...

তোকে ইশারায়.. করে নিশানা
দেবো আমি তোর রাত ঘুম উড়িয়ে..
তোকে বলা দায়.. তবু বলে যাই
নেবো তোর দেয়া আজ হাত পুড়িয়ে

তুই দিলি একি হাতছানি
যেন সোনা মন যেন পাল্টাতে চায়..
তোর চাহনিতে চাইছি উধাও হতে
একি রোগে ধরেছে আমায়

লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও

যদি ঢেউ হই
তোকে ভাসাবই
নীল মোহনার তীরে
হবে ঘর...
পাখি ডাকা ভোর
এনেছে খবর
তোর নামে হবে প্রেমের.. নীল নগর...

যদি ঢেউ হই
তোকে ভাসাবই
নীল মোহনার তীরে
হবে ঘর...
পাখি ডাকা ভোর
এনেছে খবর
তোর নামে হবে প্রেমের.. নীল নগর...

তুই এলি একি ঝড় তুলে
মনে মনে নিজেকেই ভুলে গেছি প্রায়
তোর হাঁসি যেন লেগে থাকে
আঁকে বাঁকে একি রোগে ধরেছে আমায়

লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও
লাভ ইউ সোনিও


Post a Comment

0 Comments