Song: Tor Hasite Ami Hasi
Movie: Mastan (2004)
Tor Hasite Ami Hasi Lyrics
তোর হাঁসিতে আমি হাঁসি
তোর রাগেতে আঁধার দেখি
তোর হাঁসিতে আমি হাঁসি
তোর রাগেতে আঁধার দেখি
এ দেহ তে যেন
তুই প্রানেরই স্পন্দন
এ দেহ তে যেন
তুই প্রানেরই স্পন্দন
বাঁচবোনা তুই ছাড়া আমি
তুই বীনা জীবনে
আর আছে বা কি
তুই আমার জীবনের
আশার প্রদীপ
তুই বীনা জীবনে
আর আছে বা কি
তুই আমার জীবনের
আশার প্রদীপ
তোর হাঁসিতে আমি হাঁসি
তোর রাগেতে আঁধার দেখি
পারি সয়ে নিতে
দুঃখকে আমি
এ জীবনে আমার
এ জীবনে আমার
পারি সয়ে নিতে
দুঃখকে আমি
এ জীবনে আমার
এ জীবনে আমার
তুই সুখী হলে
যাবো আমি যে
দুনিয়াকে ভুলে
দুনিয়াকে ভুলে
পায়ে পায়ে তোকে
পথ চলতে শেখাবো
পায়ে পায়ে তোকে
পথ চলতে শেখাবো
সরল সোজা পথে তোকে
তোমারি আমি যে
আশার প্রদীপ
তুমি আমার
আমি তোমার
সোনার মানিক
তুই আমার জীবনের
আশার প্রদীপ
আমি তোর
তুই আমার
সোনার মানিক
তোর হাঁসিতে আমি হাঁসি
তোর রাগেতে আঁধার দেখি
তোমারি হাতে
কত কষ্ট যে
সবই আমি দেখি
সবই আমি দেখি
তোমারি হাতে
কত কষ্ট যে
সবই আমি দেখি
সবই আমি দেখি
বাবাকে আমার
কষ্ট দিয়ো না
প্রভুকে যে ডাকি
প্রভুকে যে ডাকি
আমি কাগজের ঘুড়ি
তুমি ওরাও তাই উড়ি
আমি কাগজের ঘুড়ি
তুমি ওরাও তাই উড়ি
যাবোনা ছেড়ে যে আমি
তুই আমার জীবনের
আশার প্রদীপ
আমি তোর
তুই আমার
সোনার মানিক
তোমারি আমি যে
আশার প্রদীপ
তুমি আমার
আমি তোমার
সোনার মানিক
তোর হাঁসিতে আমি হাঁসি
তোর রাগেতে আঁধার দেখি
এ দেহ তে যেন
তুই প্রানেরই স্পন্দন
এ দেহ তে যেন
তুই প্রানেরই স্পন্দন
বাঁচবোনা তুই ছাড়া আমি
তুই বীনা জীবনে
আর আছে বা কি
তুমি আমার
আমি তোমার
সোনার মানিক
তুই আমার জীবনের
আশার প্রদীপ
তুমি আমার
আমি তোমার
সোনার মানিক
0 Comments