Nater Guru - Eito Esechi Tomari Kachete Lyrics

Song: Eito Esechi Tomari Kachete

Movie: Nater Guru (2003)



Eito Esechi Tomari Kachete Lyrics



এইতো এসেছি
তোমারি কাছেতে
পারিনি আমি আর
পিছু ডাক এড়াতে
কোনোদিন এভাবে
ডাকোনি আমাকে

ওগো যদি পারো
ডাকো আরেকটি বার

ওগো যদি পারো
ডাকো আরেকটি বার

এইতো এসেছি
তোমারি কাছেতে
পারিনি আমি আর
পিছু ডাক এড়াতে

বুঝিনি কবে আমার
এ মনের ঘরে
কেউ এসে চুপি চুপি
কোরা যে নারে

বুঝিনি কবে আমার
এ মনের ঘরে
কেউ এসে চুপি চুপি
কোরা যে নারে

ডেকেছি তোমাকে
কত না সোহাগে

ডেকেছি তোমাকে
কত না সোহাগে

ওগো যদি পারো
ডাকো আরেকটি বার

ওগো যদি পারো
ডাকো আরেকটি বার

এইতো এসেছি
তোমারি কাছেতে
পারিনি আমি আর
পিছু ডাক এড়াতে

চলনা দুজনেতে
দূরে কোথাও যাই
যেখানে তোমায় আমি
আরো কাছে পাই

চলনা দুজনেতে
দূরে কোথাও যাই
যেখানে তোমায় আমি
আরো কাছে পাই

মরে যাই লাগেতে
তোমার ওই কথাতে

মরে যাই লাগেতে
তোমার ওই কথাতে

ওগো যদি পারো
বলো আরেকটি বার

ওগো যদি পারো
বলো আরেকটি বার

এইতো এসেছি
তোমারি কাছেতে
পারিনি আমি আর
পিছু ডাক এড়াতে
কোনোদিন এভাবে
ডাকোনি আমাকে

ওগো যদি পারো
ডাকো আরেকটি বার

ওগো যদি পারো
ডাকো আরেকটি বার


Post a Comment

0 Comments