Nater Guru - Janina Ki Gaibo Ami Lyrics

Song: Janina Ki Gaibo Ami

Movie: Nater Guru

Artist: Mano


Janina Ki Gaibo Ami Lyrics



জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ.....

জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ......

বুকে শুধু হাহাকার
সেইতো সাথী আমার

কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর
তোমার কথায়
কেউ জানে না
সেই সুর সব
হারালো কোথায়

জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ......

জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ......

বুকে শুধু হাহাকার
সেইতো সাথী আমার

কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর
তোমার কথায়
কেউ জানে না
সেই সুর সব
হারালো কোথায়

জন্ম দিলো-যে
সেই মা কে দেখিনি
মার স্নেহ ভালোবাসা
কখনো বুঝিনি

জন্ম দিলো-যে
সেই মা কে দেখিনি
মার স্নেহ ভালোবাসা
কখনো বুঝিনি

বুক চাপা কান্না
আকাশের তাঁরা দেখে
জীবনে পথে পথে
খুঁজে গেছি মা কে

কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর
তোমার কথায়
কেউ জানে না
সেই সুর সব
হারালো কোথায়

জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ......

যাকে দেখে মা বলে
মনে মনে ডেকেছি
সত্যি কি সে চরণ
আমি ছুঁতে পেরেছি

যাকে দেখে মা বলে
মনে মনে ডেকেছি
সত্যি কি সে চরণ
আমি ছুঁতে পেরেছি

হাত বাড়ালেও সেই
প্রতিমার অচরোন
রয়ে যায় বহু দূর
কপালের একি লিখন

কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর
তোমার কথায়
কেউ জানে না
সেই সুর সব
হারালো কোথায়

জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ......

জানিনা কি
গাইবো আমি......
ভুলে গেছি আজ......

বুকে শুধু হাহাকার
সেইতো সাথী আমার

কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর
তোমার কথায়
কেউ জানে না
সেই সুর সব
হারালো কোথায়


Post a Comment

0 Comments