Song : Kobe Je Amar Naam
Film : Champion
Singers : Babul Supriyo
Music Director : S.P. Venkatesh
Lyricist : Gautam Sushmit
Kobe Je Amar Naam Lyrics
কবে যে আমার নাম
লিখে গেছো হৃদয়ে
হায় রে আগে বুঝিনি
করে গেলে আমাকে ঋণী হো ও..
করে গেলে আমাকে ঋণী..
কবে যে আমার নাম
লিখে গেছো হৃদয়ে
এতদিন আমার
হাসি আর কান্নার
সাথী শুধু তুমি ছিলে
হো ও..
ও.. তবুও কেন
মনেরই কথা
গোপনে রেখেছিলে
হো ও..
সেই প্রেমের কাহিনী
যা আগে শুনিনি
ওই দুটি চোখ তার
বলে দিয়ে যায়
কবে যে আমার নাম
লিখে গেছো হৃদয়ে
হায় রে আগে বুঝিনি
করে গেলে আমাকে ঋণী হো ও..
করে গেলে আমাকে ঋণী..
0 Comments