Champion - Chokhe Lage Nesha Lyrics

Song: Chokhe Lage Nesha

Film : Champion

Singers : Babul Supriyo, Kavita Krishnamurthy

Music Director : S.P. Venkatesh

Lyricist : Gautam Sushmit



 Chokhe Lage Nesha Lyrics



চোখে লাগে নেশা
ঘোর কাটেনা 
কোনো কিছুতেই আর 
মন মানেনা 
শুধু যার কথা 
ভেবে ভালো লাগে 
তাকে নিয়ে হৃদয় 
কত ছবি আঁকে 
মনে হয় ছুটে যাই 
হাত ধরে বলি
আই লাভ ইউ...

চোখে লাগে নেশা
ঘোর কাটেনা 
কোনো কিছুতেই আর 
মন মানেনা 
শুধু যার কথা 
ভেবে ভালো লাগে
তাকে নিয়ে হৃদয় 
কত ছবি আঁকে 
মনে হয় ছুটে যাই 
হাত ধরে বলি
আই লাভ ইউ...

এই হাসি এই খুশি
বাধ ভাঙে
স্বপ্নে মন রামধনু 
সাত রঙে

এই হাসি এই খুশি
বাধ ভাঙে
স্বপ্নে মন রামধনু 
সাত রঙে

তোমার সাথে 
সেই আমেসে 
হারিয়ে যাবো 
সুখের দেশে

যেখানে তোমাকে
বলা যায় সারাদিন
আই লাভ ইউ...

চোখে লাগে নেশা
ঘোর কাটেনা 
কোনো কিছুতেই আর 
মন মানেনা 
শুধু যার কথা 
ভেবে ভালো লাগে 
তাকে নিয়ে হৃদয় 
কত ছবি আঁকে 
মনে হয় ছুটে যাই 
হাত ধরে বলি
আই লাভ ইউ...
আই লাভ ইউ...

নীল আকাশ ডাকে আয় 
কাছে আয় 
মন আমার পাখি হয়ে
 উড়ে যায়

নীল আকাশ ডাকে আয় 
কাছে আয় 
মন আমার পাখি হয়ে 
উড়ে যায়

আজকে আমি 
বাঁধন হারা 
তোমার প্রেমে 
পাগল পড়া

দেরি আর সয়না 
বলবো তোমায় কখন
আই লাভ ইউ...

চোখে লাগে নেশা
ঘোর কাটেনা 
কোনো কিছুতেই আর 
মন মানেনা 
শুধু যার কথা 
ভেবে ভালো লাগে 
তাকে নিয়ে হৃদয় 
কত ছবি আঁকে 
মনে হয় ছুটে যাই 
হাত ধরে বলি

আই লাভ ইউ 
আই লাভ ইউ 
আই লাভ ইউ 
আই লাভ ইউ 
আই লাভ ইউ 
আই লাভ ইউ 
আই লাভ ইউ 
আই লাভ ইউ 


Post a Comment

0 Comments