Champion - Mone Pore Koto Kotha Lyrics

Song : Mone Pore Koto Kotha

Film : Champion

Singer : Kavita Krishnamurthy

Music Director : S.P. Venkatesh

Lyricist : Gautam Sushmit


Mone Pore Koto Kotha Lyrics


মনে পরে কত কথা 

বড় কঠিন একা থাকা 

বারে, বারে সেই সব 

সুখের স্মৃতি 

আসে যায় এই মনে 

আমাকে কাঁদাতে 


মনে পরে কত কথা 

বড় কঠিন একা থাকা 

বারে, বারে সেই সব 

সুখের স্মৃতি 

আসে যায় এই মনে 

আমাকে কাঁদাতে 


দুহাত ভোরে দিয়ে ছিলে 

একদিন কত খুশি 

আমাকে তুমি 


তোমার সাথে অজানাতে

ভেসে গেছি কতবার 

জানিনা আমি 

সোনা ঝরা দিন গুলো 

আজ কোথায়  হারিয়ে গেল 

সব কিছু শুন্য যে

 লাগে ও 


সব কিছু শুন্য যে

 লাগে 


মনে পরে কত কথা 

বড় কঠিন একা থাকা 

বারে, বারে সেই সব 

সুখের স্মৃতি 

আসে যায় এই মনে 

আমাকে কাঁদাতে


যত বারি দুচোখ বুজি 

মনে, মনে ভেসে ওঠে 

তোমারি হাসি


ও স্মৃতির বোঝা 

যতই বাড়ে

বুকে বাড়ে হাহাকার 

ততই বেশি


চারিদিকে দেখি আঁধার 

ভরা শ্রাবন চোখে আমার 

কোন দিশা 

আর খুঁজে পায়না ও 


কোন দিশা 

আর খুঁজে পায়না 


মনে পরে কত কথা 

বড় কঠিন একা থাকা 

বারে, বারে সেই সব 

সুখের স্মৃতি 

আসে যায় এই মনে 

আমাকে কাঁদাতে


Post a Comment

0 Comments