Song: Mon Dole Dole Dole
Singers: Mahalaxmi Iyer, Shaan
Music: Jeet Gannguli
Lyrics: Priyo Chattopadhyay
Mon Dole Dole Dole Lyrics
একটু হাসি একটু চাওয়া একটু কাছে এলে
জাগে আশা আরো বেশি একটু ছোঁয়া পেলে
একটু হাসি একটু চাওয়া একটু কাছে এলে
জাগে আশা আরো বেশি একটু ছোঁয়া পেলে
দুষ্টু মনের ইচ্ছে গুলো
ভাবছি দেবো বলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
একটু হাসি একটু চাওয়া একটু কাছে এলে
জাগে আশা আরো বেশি একটু ছোঁয়া পেলে
এ কথায় সে কথায়
যে কথা বলা বাকি
দু চোখের ইশারায়
কতো লিখে রাখি
এ কথায় সে কথায়
যে কথা বলা বাকি
দু চোখের ইশারায়
কতো লিখে রাখি
মিষ্টি করে ডাকছো কেন
একটু বলে গেলে
সারা দেবো ধরা দেবো
রোজ যদি যাও ভুলে
দুস্টু মনের ইচ্ছে তোমার
দাওনা তুমি বলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
সে গানের কি মানে
না যদি মানে বুঝি
নিজেকে হারিয়ে
নিজেই কতো খুঁজি
সে গানের কি মানে
না যদি মানে বুঝি
নিজেকে হারিয়ে
নিজেই কতো খুঁজি
সবই জানো বোঝো তবু
বাহানা কেন করো
কাছে এসে ভালোবেসে
ধরা দিতেই পারো
দুটি মনের ইচ্ছে চাওয়াই
বুকে আগুন জ্বলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
একটু হাসি একটু চাওয়া একটু কাছে এলে
জাগে আশা আরো বেশি একটু ছোঁয়া পেলে
একটু হাসি একটু চাওয়া একটু কাছে এলে
জাগে আশা আরো বেশি একটু ছোঁয়া পেলে
দুষ্টু মনের ইচ্ছে গুলো
ভাবছি দেবো বলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
এ প্রেমে মন দোলে দোলে দোলে
হিন্দোলে
0 Comments