Proman Koro Krishna Tumi Lyrics | Dada | Mithun Chakraborty

Song: Proman Koro Krishna Tumi 

Movie: Dada (2005)

Singer: Kumar Sanu, Shreya Ghoshal


Proman Koro Krishna Tumi  Lyrics


ও কৃষ্ণ...

প্রমান করো কৃষ্ণ তুমি
দেখাও তোমার লীলা
আমায় নিয়ে শুরু করো
ভালোবাসার খেলা

প্রমান করো কৃষ্ণ তুমি
দেখাও তোমার লীলা
আমায় নিয়ে শুরু করো
ভালোবাসার খেলা

যেমন আছি ভালোই আছি
চাই না কাটার এই মালা

যেমন আছি ভালোই আছি
চাই না কাটার এই মালা

আরে ভালোবাসা মানেই যত
হুটকো ঝামেলা

না না

প্রমান করো কৃষ্ণ তুমি
দেখাও তোমার লীলা
আমায় নিয়ে শুরু করো
ভালোবাসার খেলা

জল আনতে নদীতে
যাবো দুপুরবেলাতে
ডেকে নিয়ো বাসির সুরে
আমায় যদি চাও

জল আনতে নদীতে
যাবো দুপুরবেলাতে
ডেকে নিয়ো বাসির সুরে
আমায় যদি চাও

ও জানি নাতো বাজাতে
কেমন করে বাঁশিতে
কালার মতো তুলবো যে সুর
সেটাই বলে দাও

চাইনা বাঁশি তোমার হাসি
হাজার মুক্তোমালা

চাইনা বাঁশি তোমার হাসি
হাজার মুক্তোমালা

ভালোবাসা মানেই যত
হুটকো ঝামেলা

না না না

প্রমান করো কৃষ্ণ তুমি
দেখাও তোমার লীলা
আমায় নিয়ে শুরু করো
ভালোবাসার খেলা

ও কৃষ্ণ...

পারবোনা এ জীবনে
তোমার প্রেমের আগুনে
তোমার মতো ঘুরতে আমি
আমায় ভুলে যাও

ও.. পারবোনা এ জীবনে
তোমার প্রেমের আগুনে
তোমার মতো ঘুরতে আমি
আমায় ভুলে যাও

মন মজেছে তোমাতে
তাইতো এলাম কাছেতে
কেমন করে দেখি তুমি
ফিরিয়ে আমায় দাও

হায় রে কেষ্ট সবই নষ্ট
নেইকো বাঁচার পালা

হায় রে কেষ্ট সবই নষ্ট
নেইকো বাঁচার পালা

আমায় নিয়ে শুরু করো
ভালোবাসার খেলা

এই প্রমান করো কৃষ্ণ তুমি
দেখাও তোমার লীলা
আমায় নিয়ে শুরু করো
ভালোবাসার খেলা

যেমন আছি ভালোই আছি
চাই না কাটার এই মালা

যেমন আছি ভালোই আছি
চাই না কাটার এই মালা

আরে ভালোবাসা মানেই যত
হুটকো ঝামেলা

ভালোবাসা মানেই যত
হুটকো ঝামেলা


Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)