Song: Moyna Chholat Chholat
Singer: Akriti Kakkar
Music Director: Dabbu
Lyricist: Raja Chanda
Moyna Chholat Chholat Lyrics
হা.. দুপুর বেলা পুকুর ঘাটে
শেওলা জমেছে
পিছলে গিয়ে ফুল বাবু তাঁর
কোমর ভেঙেছে
কল্পা পাড়ের শাড়িতে চোরকাঁটা বিঁধেছে
টইটুম্বুর রসের হাড়ি পিঁপড়ে ধরেছে
ময়নামতির রূপের জালে
মৌমাছি ফুল ফেঁসেছে
পুচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
এই রাত ফস্কে গেলে ফিরে পাবে না
যৌবন আটকে থাকে না
যাবি যেই জ্বলে
পাঁচ কান হলে
নজরে নজর লাগে না
ময়নামতির রূপের জালে
মৌমাছি ফুল ফেঁসেছে
পুচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
আ হা.. মুচু মুচু মুশকুড়াহাট
তোর পুখুরেতে
সাচ মুচ কা দিল ইয়ে মেহেফিল
যত রাত বাড়ে
নেশ-টাও চরে
ঘরে মন টিকতে পারে না..
ময়নামতির রূপের জালে
মৌমাছি ফুল ফেঁসেছে
পুচকি করে মুচকি হেসেছে
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
ময়না ছলাৎ ছলাৎ করে যেই
আজ কাছেই এসেছে
0 Comments