Song: Halka Halka
Singer: Shaan, Anwesha
Music Director: Dabbu
Lyricist: Prosen
Halka Halka Lyrics
শুধু তোকেই ভালোবাসতে চাই
শুধু তোকেই ঘিরে বাঁচতে চাই
শুধু তোকেই ভালোবাসতে চাই
শুধু তোকেই ঘিরে বাঁচতে চাই
কেন ঘুমিয়ে থাকি তোকে জড়িয়ে
সবই লুকিয়ে রাখি তোকে
জানতে না দিয়ে..
তোর আর আমার এই
হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আমার এই
ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে
আমায় দিলে সারা
শুরুর পথে চলে যাই
এমন দিশেহারা তোকে
পলকে হারাই
কেন তোকেই ভাবি আর
সন্ধে হয়
সবই সাজানো কথা আর
মিথ্যে টা তো নয়
তোর আর আমার এই
হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আমার এই
ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে
কেন হলো এমন
আশায় বসে থাকে রোজ
সামনে চলে এলে
শব্দেরা হচ্ছে নিখোঁজ
কেন ঘুমিয়ে থাকি তোকে জড়িয়ে
সবই লুকিয়ে রাখি
তোকে জানতে না দিয়ে
তোর আর আমার এই
হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আমার এই
ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে
0 Comments