Song: Ke Se
Movie: Fighter
Singer: Shaan, Monali Thakur
Composer: Indradeep Dasgupta
Lyrics: Goutam Susmit, Priyo Chatterjee, Prosen
Ke Se Lyrics
কে সে কে সে Who is he?
যে আমার রান্না করবে
যে আমার বাসন ধোবে
যে আমার সব কাজ করবে
তাকে আমার চাই
যে আমার কাপড় কাঁচবে
যে আমার ঘর গোছাবে
যাকে পেলে পয়সা বাঁচবে
তাকে আমার চাই
যে করবে ডেইলি ডেটিং
ফাইভ ষ্টার এ বুফ এ ইটিং
যে করবে ইমেইল চ্যাটিং
তাকে আমার চাই
যে আমার কথা শুনবে
হাত পা টিপে দেবে
সারা দিন সেবা করবে
তাকে আমার চাই
যে হবে আমার পারফেক্ট স্বামী
কে যে হবে আমার পারফেক্ট বন্ধু
যে আমায় ফ্রিডম দেবে
সেল ফোন এর বিল মেটাবে
এটিএম পাসওয়ার্ড হবে
জানিনাতো সে কে
কে সে কে সে কে সে কে সে
কে সে কে সে Who is he?
আমার চাই সে ছেলে যার নেই
মদ আর সিগারেটের কোনো নেশা
আমার চাই যে মেয়ে বলে ফ্ল্যার্ট করো
সবার সাথে আমায় দিও ভলোবাসা
যে ছেলের জীবনে নেই কোনো
গার্লফ্রেন্ড তাকে চাই
যে মেয়ে বলে গার্লফ্রেন্ড
রাখাই লেটেস্ট ট্রেন্ড তাকে চাই
যে ছেলে আমাকে বলবে আমি
ড্রিম গার্ল তাকে চাই
যে মেয়ে আমাকে বলবে হেন্ডসাম
বেমিসাল তাকে চাই
আমায় নিয়ে লন্ডন প্যারিস যাবে বেড়াতে
যে মেয়ে চাই ঘরে বোসে ঘর সাজাবে
আমায় পেতে যে রাখবে জীবন বাজি
আমার সাথে হারিয়ে যেতে যে হবে রাজি
যে ছেলে ভাবুক একা
স্বভাবে লাজুক বোকা
একটু হিরো কাটিং সেই ছেলে মনে আঁকা
কে সে কে সে কে সে কে সে
কে সে কে সে Who is he?
আমার মনের রাজকুমার
বলবো কবে তুমি আমার
আআ দুরিয়া......
কোথায় আছো বলোনা
আমার কাছে এসোনা
হেয় বেবি কল মি
হেয় বেবি ফীল মি এসো এসোনা
সোনা সোনা সোনা
আমায় যে রাখবে রানীর
মতো সাজিয়ে তাকে চাই
যে মেয়ে থাকবে আমার
দাসী হয়ে তাকে চাই
আমায় নিয়ে যে শপিং
মল এ ঘোরাবে তাকে চাই
যে মেয়ে সস্তায় সেলে
শাড়ি কিনবে তাকে চাই
হীরের আংঠি বিছে হার কিনে যে দেবে
আমার টাকা বাঁচিয়ে যে
ব্যাংক এ জমাবে
বলবে আমায় কিবে দেবো
Bmw কার
যে মেয়ে বলে বাসে ওঠো
ট্যাক্সির কি দরকার
যে ছেলে বিয়ের পরে
আমাকে সুখী করে
দেবে প্রেম দুহাত ভোরে
তাকে চাই তাকে চাই তাকে চাই তাকে চাই
কে সে কে সে কে সে কে সে
কে সে কে সে Who is he?
 
 
 
0 Comments