Jwaliye Puriye Lyrics
ভিজে ঠোঁট হবে বাঁধন ছাড়া
মনের এই গলিতে প্রেমেরই তুলিতে
আগে সেই ঝরে পাগল পারা
মিঠে রোদ বলে আয়
ছুঁয়ে দেখবো তোকে
শুধু বল হবে আজ
নেশা অন্য সুখে
আর আমি ও কলঙ্কিনী রাধা..
জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে
ভিজে ঠোঁট হবে বাঁধন ছাড়া..
তোরই নামে লিখে দেবো
এই শরীর মন সব আমার
সারাদিন শুধু প্রেম জমে বুঝতে চায়
তোরই কাছে আছে সুখের ঠিকানা
গোপন সব উষ্ণতা...
আদরের সুরে বাজবে সুখের সানাই
আয় রং লিখে আয় এই দিকে
নেবো প্রেম শিখে আজ দুজনে
হেয়.. জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে
ভিজে ঠোঁট হবে বাঁধন ছাড়া
ছোঁয়া ছুঁই খেলা আয় না হোক শুরু
আমাদের বন্ধ চোখ
তোর প্রেমে আমি কলঙ্কিনী রাধা
শুয়ে পাশা পাশি গল্প শুরু
আজ ভালোবাসা বেশি হোক
ধীরে ধীরে সরে যাচ্ছে সব বাধা..
আয় রং লিখে আয় এই দিকে
নেবো প্রেম শিখে আজ দুজনে
জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে
ভিজে ঠোঁট হবো বাঁধন ছাড়া
মনের এই গলিতে প্রেমেরই তুলিতে
আগে সেই ঝরে পাগল পারা
মিঠে রোদ বলে আয়
ছুঁয়ে দেখবো তোকে
শুধু বল হবে আজ
নেশা অন্য সুখে
আর আমি ও কলঙ্কিনী রাধা..
 
 
 
0 Comments