Jwaliye Puriye - Shotru Lyrics

Song - Jwaliye Puriye
Movie - Shotru
Singer - Timir, June Banerjee
Composer - Indradip Dasgupta
Lyrics - Srijata


Jwaliye Puriye Lyrics



জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে

ভিজে ঠোঁট হবে বাঁধন ছাড়া

মনের এই গলিতে প্রেমেরই তুলিতে

আগে সেই ঝরে পাগল পারা

মিঠে রোদ বলে আয়

ছুঁয়ে দেখবো তোকে

শুধু বল হবে আজ

নেশা অন্য সুখে

আর আমি ও কলঙ্কিনী রাধা..

জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে

ভিজে ঠোঁট হবে বাঁধন ছাড়া..


তোরই নামে লিখে দেবো

এই শরীর মন সব আমার

সারাদিন শুধু প্রেম জমে বুঝতে চায়

তোরই কাছে আছে সুখের ঠিকানা

গোপন সব উষ্ণতা...

আদরের সুরে বাজবে সুখের সানাই

আয় রং লিখে আয় এই দিকে

নেবো প্রেম শিখে আজ দুজনে

হেয়.. জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে

ভিজে ঠোঁট হবে বাঁধন ছাড়া


ছোঁয়া ছুঁই খেলা আয় না হোক শুরু

আমাদের বন্ধ চোখ

তোর প্রেমে আমি কলঙ্কিনী রাধা

শুয়ে পাশা পাশি গল্প শুরু

আজ ভালোবাসা বেশি হোক

ধীরে ধীরে সরে যাচ্ছে সব বাধা..

আয় রং লিখে আয় এই দিকে

নেবো প্রেম শিখে আজ দুজনে

জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে

ভিজে ঠোঁট হবো বাঁধন ছাড়া

মনের এই গলিতে প্রেমেরই তুলিতে

আগে সেই ঝরে পাগল পারা

মিঠে রোদ বলে আয়

ছুঁয়ে দেখবো তোকে

শুধু বল হবে আজ

নেশা অন্য সুখে

আর আমি ও কলঙ্কিনী রাধা..


Post a Comment

0 Comments