Phoske Gele Emon Chele Lyrics | Surya | Prosenjit | Anu Choudhury | Arunima

Song: Phoske Gele Emon Chele 

Movie: Surya (2004)

Singer: Shaan

Music: Babul Bose

Lyrics: Gautam Susmit


Phoske Gele Emon Chele Lyrics



ফস্কে গেলে এমন ছেলে 
আর জীবনে পাবে না 
তাইতো বলি ও সুন্দরী 
আমায় ফেলে যেয়ো না 

ফস্কে গেলে এমন ছেলে 
আর জীবনে পাবে না 
তাইতো বলি ও সুন্দরী 
আমায় ফেলে যেয়ো না 

শোনো শোনো রূপসী 
চলো না ঘুরে আসি 

আরে শোনো শোনো রূপসী 
চলো না ঘুরে আসি 

এই যা এই যা 

প্রেম করো প্রেম করো ভাই 
প্রেম ছাড়া রাস্তা যে আর নাই 

প্রেম করো প্রেম করো ভাই 
প্রেম ছাড়া রাস্তা যে আর নাই 

প্রেম হলো অমৃত সমান 
তাইতো করি প্রেমের গুণগান 

রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে 
চলে যেয়ো না 
লক্ষীসোনা একটু দাড়াও 
ঝটকা মেরো না 

এই যা এই যা

ফস্কে গেলে এমন ছেলে 
আর জীবনে পাবে না 
তাইতো বলি ও সুন্দরী 
আমায় ফেলে যেয়ো না 

উথাল পাথাল করে ব্যাকুল মন 
মন বলেছে তুমি আপনজন

ও... উথাল পাথাল করে ব্যাকুল মন 
মন বলেছে তুমি আপনজন 

মনের জ্বালা মনই জানে তাই 
মনের কথা তোমায় বলে যাই 

চোখের চুরি সোজা এসে বুকে বিঁধেছে
তাইতো আমার মনটা তোমার প্রেমে পড়েছে 

এই যা এই যা

ফোঁস ফোঁস ফস্কে গেলে এমন ছেলে 
আর জীবনে পাবে না 
তাইতো বলি ও সুন্দরী 
আমায় ফেলে যেয়ো না 

এই যা এই যা

ফস্কে গেলে এমন ছেলে 
আর জীবনে পাবে না 
তাইতো বলি ও সুন্দরী 
আমায় ফেলে যেয়ো না 

শোনো শোনো রূপসী 
চলো না ঘুরে আসি 

শোনো গো শোনো

শোনো শোনো রূপসী 
চলো না ঘুরে আসি 


Post a Comment

0 Comments