Ektu Chena Ektu Jana Lyrics | Raju Uncle | Prasenjit

 

Ektu Chena Ektu Jana Raju Uncle Lyrics


Song: Ektu Chena Ektu Jana 

Movie: Raju uncle (2005)

Singer: Shreya Ghosal & Roop Kumar Rathod

Music: Ashok Raj


Ektu Chena Ektu Jana Lyrics



একটু চেনা একটু জানা 
ধীরে ধীরে চেনা শোনা হাঁ 

একটু চেনা একটু জানা 
ধীরে ধীরে চেনা শোনা

কবে কোথায় দিলাম তোমায় 
এ মন আমার কিসের আসায়

অজান্তে পেলাম তোমায় 
ভালোবাসার ইশারায় 

কবে কোথায় দিলাম তোমায় 
এ মন আমার কিসের আসায়

শুনেছি ভালোবাসা 
জীবনে একবার আসে 

শুনেছি ভালোবাসা 
জীবনে একবার আসে 

দুচোখে তারায় তারায় 
কত যে স্বপ্ন ভাসে 

ও.. একান্তে বসন্তে এই বাহারে 
কত ভালো লাগে বোঝাবো যে কি করে 

কবে কোথায় দিলাম তোমায় 
এ মন আমার কিসের আসায়

এ মনের এই কল্পনায় 
যে ছবি আঁকা ছিল 

ও.. এ মনের এই কল্পনায় 
যে ছবি আঁকা ছিল 

আজকে তোমাকে পেয়ে 
সবই যে সত্যি হলো 

গুঞ্জনে তপনে দেয়া নেয়া 
আনমনে দুজনে 
কত না চাওয়া পাওয়া 

কবে কোথায় দিলাম তোমায় 
এ মন আমার কিসের আসায়

একটু চেনা একটু জানা 
ধীরে ধীরে চেনা শোনা 


Post a Comment

0 Comments