Chupi Chupi Churi Kore Kache Elam - Nabab Nandini Lyrics

Song: Chupi Chupi Churi Kore Kache Elam

Movie: Nabab Nandini (2007)

Singer: Shaan, Alka Yagnik


Chupi Chupi Churi Kore Kache Elam Lyrics



চুপি চুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম

চুপি চুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম

তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম

চুপি চুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম
তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম

বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে
এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে

বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে
এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে

দরজাতে খিল নেই মুস্কিল কৃষ্ণলীলায় মাতলাম
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম

চুপি চুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম
তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম

ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে মিস্টি
ভালোবাসা চাতক পাখি হতে প্রথম বৃষ্টি

ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে মিস্টি
ভালোবাসা চাতক পাখি হতে প্রথম বৃষ্টি

প্রেম সাগরে ডুব সাতারে তোমায় আমি যে পেলাম
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম

চুপি চুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম

চুপি চুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম

তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম


Post a Comment

0 Comments