Song: Game Title Song
Music Director: Jeet Gannguli
Game Title Song Lyrics
কোই সাথ দে না দে
ইনহে চালনা আতা হে
হার আগ সে ওয়াকিফ হে ইয়ে
ইনহে জালনা আতা হে
রং জমিয়ে রং ছড়িয়ে
খুশির বাঁশি দে বাজিয়ে
রং জমিয়ে রং ছড়িয়ে
খুশির নেশা দে লাগিয়ে
রং জমিয়ে রং ছড়িয়ে
খুশির বাঁশি দে বাজিয়ে
রং জমিয়ে রং ছড়িয়ে
খুশির নেশা দে লাগিয়ে
এই জীবন বড়োই দোষী
সব ঝুটঝামেলায় নসি
বারবার পেরোই পাহাড় যেন
থামতে জানিনা
গেম চলেছে গেম
আচমকা গেম
জীবনটাই গেম
গেম চলেছে গেম
আচমকা গেম, গেম, গেম
জীবনটাই গেম
দেশের মাটি
সব সেরার চেয়েও সেরা
সুপেছি আমার মন জান আর
মা তোকে জানাই প্রণাম
কিছুটা নিয়ম মেনে
কখনো বেনিয়মে
দেখোনা দিব্যি আছি
যাচ্ছে উড়ে চিন্তার ই পালা
কিছুটা মনের জোরে
কখনো হাওয়ায় চড়ে
দেখোনা কাটছে জীবন
হাটছে জীবন সব যেন খেলা
রং জমিয়ে রং ছড়িয়ে
খুশির বাঁশি দে বাজিয়ে
হা হা হা
রং জমিয়ে রং ছড়িয়ে
খুশির নেশা দে লাগিয়ে
এই জীবন বড়োই দোষী
সব ঝুটঝামেলায় নসি
বারবার পেরোই পাহাড় যেন
থামতে জানিনা
গেম চলেছে গেম
আচমকা গেম
জীবনটাই গেম
গেম চলেছে গেম
আচমকা গেম, গেম, গেম
জীবনটাই গেম
0 Comments